-ধরণী তলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা
      অর্জিত সফলতার দর্শন,
এক পরিচয়ে শান্তিকামী দুর্গম ত্যাগ বিন্যস্ত
     জিবনের পথে দুখের গিরিতে
     জঞ্জাল পেরিয়ে ঐক্যতানে
       মুক্ত স্বাধীন পাইবে কি?
শ্রদ্ধা, ভক্তি আত্মত্যাগের কীর্তি
        স্বাধীনতার মন্ত্রে,
দীক্ষিত সমাজের সম্মুখে চেতনা ধরে
   সংগ্রাম সোচ্চারে তরুণ প্রজন্ম
শোষণের বিপরীতে উল্টো স্রোতে
       জিবন তরী বাইবে কি?
আজ বিস্মিত হয়ে ভারাক্রান্ত এই আমি
   সুদূরে অপলকে থাকিয়ে দৃষ্টি,
জোনাকির আলো মিটি মিটি জ্বলে
মৌন চেতনা বিমষে কিছু কথা বলে
বিরহ বর্ষণে বিধাতার আলোকবর্ষে সৃষ্টি।
মুক্ত চিন্তাশক্তিতে বলিয়ান স্বীকারোক্তি
   অতঃপর কবির কলম থামবে কি?
ঝাপসা দু চোখে মলিন কাতরে
কবির বিষাদ কপোল বেয়ে নামবেই কি?
আজ অবাক হৃদে মুক্ত চেতনায় এই আমি
     অত্যাচারীর কূকর্ম এই ধরাতে
ধবংস লীলায় চিরতরে থামবে কি?


........ মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......