আহা,কি অপরূপ রূপে সেজেছে
এই সুন্দর ধরণী,
ভোর ভাঙ্গা ঘুম,সবুজ ফসলের ধুম
মেঠো পথে হেটে যায় রমণী
আহা,কি অপরূপ,রূপে সেজেছে
এই সুন্দর ধরণী!
পূবের গায়ে রবি,বৃক্ষের নিচে বসে কবি
পাখিরা উড়ে যায় আকাশে,
নিঃস্তব্ধ চারিপাশ,ধানের শীষ খায় দুল
শিমুলের তোলা,উড়ে বাতাসে।
ঝিঁঝি পোকার ঐ গান,ধরে দুটি কান
আমের কুড়ি দেখো,শাখায়
ফাল্গুনী হাওয়ায়,উদাসী বিকেল বেলায়
আহ্লাদে রঙ মাখায়।
সবুজ পল্লীর মাটি,সোনার চাইতে খাঁটি
যত দেখি,মন ভরে না তবু,
হে' আমার প্রাণের বাংলা,তোমাকে আমি
ভুলিতে পারবো না কভু!
আহা, কি অপরূপ রূপে সেজেছে
এই সুন্দর ধরণী।