* জীবন যখন থমকে দাঁড়াই
    গভীর আঁধারে অনন্ত আকাশগ্রন্থি ইচ্ছা
    উল্কাপিণ্ড বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে!
    কীর্তিনাশার আত্মার সম্মুখে।
    হৃদয়ে মৃত্যুর বার্তা ক্রমশই
    জারি করে যাই
    দুর্নিবার,বেদনার্ত আমাকে নির্দেশ দিয়ে
    মৃত্যু তৃষ্ণাতুর ভবিষ্যৎ নিরুদ্দেশে।
    উদ্ভাসিত দ্বীপপুঞ্জের মতন
    অন্ধকার অনর্গলে,
    আত্মার এক বিমুখ নেশনে।
    পৃথিবীর বহু মানুষীর ইচ্ছারূপ
     নক্ষত্রের আলো চিনে না
     সমস্ত রূপ, বঙ্কিম পরিহাসে
     বিষাদে নিমজ্জিত।
     ইচ্ছার স্রমাজ্ঞে বহিঃপ্রকাশে ভূমিষ্ঠ হয়ে
     এইতো জীবন আমার!
     হয়ে স্বপ্ন, ম্লান আলাস্কাতে
     নিপাট আঁধারে বিমর্দনকারী।


...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)......