আমি আসলেই অনেক লজ্জিত,এই ভেবে যে
আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও,পাপী,
ভুলের উপর বিচরণ করে,সময় হারিয়ে
আজ আমি অনুতাপী!
এখন আমি বুঝতে সক্ষম,একমাত্র স্রষ্টা ছাড়া
আমার কেহ নেই,দু জাহানে।
সৃষ্টি আর স্রষ্টা,এক ভালোবাসার নাম
আর তা বিশ্বাস করা শ্রেষ্ঠত্বের।
স্রষ্টা,তিনি এমনই একজন মহমান্বিত প্রভু
উনার কাছে চাইলে
খালি হাতে ফিরত যায় না কেহ,কভু
স্রষ্টা,তিনি এমনই একজন
তোমার,আমার,সকলের মহমান্বিত,সেই প্রভু।
হে আমার প্রতিপালক,মহৎ,ও ক্ষমাশীল রব
তুমি তোমার প্রত্যেক,সৃষ্টিকে পথ দেখা ও
সত্যের সেই পথ,যেই পথে হেটে গেছে
অসংখ্য নবী,রাসূল,হযরত।
আমি আসলেই অনেক লজ্জিত,এই ভেবে যে
আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও,পাপী,
ভুলের উপর বিচরণ করে,সময় হারিয়ে
আজ আমি অনুতাপী!
ক্ষমা করো,
হে আমার মহমান্বিত প্রভু,তুমি আমাকে
ক্ষমা করো,চির সত্যের পথে রেখে।