* আস্ত একটা গেরিলা ট্যাংক              
       আস্ত একটা গোলা,              
করেছিলো তালাশ বীর সেনাদের          
    পথে উড়িয়ে দিয়েছিলো ধূলা।            
      প্রলয় বিষাণ তরুণ ঈশান              
           অস্ত্র ছাড়াই লড়লো,            
সর্বনাশী তপ্ত শিখায় বীর বাঙ্গালির হস্তে          
         পাক সেনারা মারলো।              
৭১ এর ধ্বংস লীলার সব ছাড়খার        
           ছিলো অগ্নি বরিষণ,                  
মা বোনদের সভ্রম নিয়েছিল তারা        
            করিয়া ধর্ষণ।                    
তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল সেদিন
         বাংলা করিতে ছাই,                  
ঠিক তখনি ডাক দিলেন বাঙ্গালির পিতা
     শুনো হে বাংলার জনতা                
জেনে রেখো গো তোমাদের ভয় নাই।
আরও বলিলেন রক্ত যখন দিয়েছি ঢেলে
          রক্ত আরো দিবো,            
এদেশের মাঝে নতুন করে স্ব-গৌরবে
        স্বাধীনতা জন্ম দিবো।            
তারপরে ফের যুদ্ধ হলো নয়টি মাস    
       রক্তে রঞ্জিত হল ভূমি                
       লালে রাঙ্গালো অম্বর,              
সর্বশেষ মোরা জয় পেয়েছি মুক্ত অঙ্গনে
       আজকের এই দিনে তথাপি                  
              ষৌল ডিসেম্বর।
তাইতো মোরা আজকের দিন বিজয় আনন্দে
        চেতনা বিমষে রাঙ্গি,                    
   সব খান খান করে প্রত্যাখান      
আলবদরের প্রাচীরটা মোরা ভাঙ্গি ।    
দেশের মাঝে ষড়যন্ত্রে লুকিয়ে কাজে
   এখনও তারা হয়নি মোটে ও খালাশ,          
তাদের শাস্তি দিতেই হবে হে জনতা         তাইতো আমি বীর শহীদের প্রতি শ্রদ্ধা রেখে
        বাংলাকে করি তালাশ।    
  
   ...... মুহাম্মদ  জে.এইচ (রপ্পি)....
   স্থান:-সফররত এলাকা,ফরিদপুর।  
   তারিখ:- ১৬ইডিসেম্বর। ২০১৭ইং।