- সিগারেট এর চুম্মনে নিকোটিনের ধোওয়া
      ব্যাপকভাবে ওড়ছে বাতাসময়,
শ্বসনকার্যে, মানবের হৃদপিন্ডে আজ
        বিষপদার্থ ঢুকছে গতিময়।
সিগারেট হস্তে সেই সে জাতি
  তারা শিক্ষিত তবু মূর্খজ্ঞাতি
নিজ,অন্যের ক্ষতি সাধনটা করছে ,
তাদের কর্মে সভ্যাতার সমাজ চরমভাবে
       ধ্বংস লীলায় মরছে।
শিক্ষা অঙ্গনে ছাত্র ছাত্রীরা ড্রাগস ট্যাবলেট
       মানে বাবা বড়ি খাচ্ছে ,
উন্মাদনায় নিজ কামনায় সীমার তুঙ্গে
      অশালীন কর্ম পাচ্ছে।
কেউ বা আবার হস্ত তালুয় মুঠো ভরে
      গাজার পাতা ঘষছে ,
ঝোপ ঝাড়েতে বা পুকুর পাড়েতে একদল
       হুক্কা টানতে বসছে।
হুক্কা টানছে কিশোর, যুবক, বৃদ্ধা গুরু
   এই শ্রেণীতে সবাই হলো রাজা,
নেশায় পেশায় কুমন্ত্রনায় বিলীন হয়ে
  মানসিকতায় পাচ্ছে তারা সাজা।
নেশার ঘুরে কেউ করছে চুরি ডাকাতি
        কেউ বা করছে খুন,
জানি শাস্ত্রমতে মানুষ মানুষে নেই ভেদাভেদ
     তবে এটা কিসের গুণ।
কারো মতে বাংলা মদে নাইরে সুখ
     তাই ইংলিশ মালটা ধরি,
তবে লাগবে টাকা পকেট যে ফাঁকা
    যাই বউকে তালাশ করি।
ভালো ভালোই টাকা পেলে তার
     মাথার মন্ডুটা হয় টিক,
টাকা না পেলে তার মাথায় খেলে
বউকে মারার নানান প্রকার দিক।
এটাই হল বাস্তবরূপে অন্যএকটা জগত
       নেশার মাসির ঘরে,
শুধু প্রভু চাইলেই তোমরা ফিরতে পারো
     একটা রঙিন জিবন ধরে।


  ........ মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........