একটা চির অচেনার শত বেদনার
অভিমানী নদ,
সেখানে প্রতিক্ষার পাল তুলিয়া
আমার জিবন তরি ভাসিয়ে দিলাম।
কভু স্তম্ভিত হয়নি আক্ষেপ দশায়
বিষাদের গরল স্রোতে
জিবন তরি এগিয়ে নিতে।
শুধু হতাশ ঘূর্ণিপাকের ঢেউ সর্বদা
সর্বনাশী কল্লোলে পরিণত হচ্ছে
আমার জীবন তরিটা তলিয়ে দিতে।
বিদ্যুৎগতিতে সর্বগ্রাসী নদ রঙ ছড়াচ্ছে
বাতায়নে মৃত্যুর পরোয়ান জারি,
প্রাণের সঞ্চার মুক্তির পথে থাকিয়ে
সিংহে গর্জনের মতন আক্রোশ ধরে
আজ নিঃশ্বাসে আকুতি ছাড়ি।
এ এক চির অচেনা দুর্গম পথ
ক্রমশই মৃত্যুর দিকে যাচ্ছে ,
তবে আজি মুক্তি কোথায় ?
আশার সীমান্ত প্রসারে
সতত হৃদয় মুক্তি যে আজ চাচ্ছে।