* একদিন বসন্ত বন্ধনায় কোকিল ডাকা গানে উদাসি দুপুরে কিশোরীর আলতা মাখা    
  পায়ের ছাপ,                                        
আর রিনিঝিনি নুপুরের শব্দে    
একটি  প্রেমের নিভৃত খুঁজেছি!
পাতা ঝড়া নির্ঝরে কুয়াশা মাখা পথ      
মানেই শিশিরবিন্দু কণায় সবুজের পটভূমি
সেদিনই ভালবাসার মুগ্ধতা ছড়িয়ে তা আমি                                      
স্পর্শ শিহরণে নারীরা মুক্তির বরাবরি বুঝেছি।
পেয়েছিলেম রাঙ্গা ভোর, লাল আবরণের ঐ পানে,          
ঝলমল করা রৌদ্রের উত্তাপে,মাঠে মাঠে সর্ষে ফুলে।                              
একঝাক মৌমাছির উড়ন্তে কুয়াশায় চারদিক                                          যেন শীতধরা হয়ে রয় এক উর্ধ্বমুখী নিম্নচাপে।      
বাংলার গ্রামের নাম হারায়ে নিবিড় দুখের  
লাল সবুজের গানে ইতিহাসের আদিম অভিধানে।  
আমি পথ ভুলা পথিকের মতই ঘুচিয়েছি জীবন                                      মাতৃভাষার প্রেমে সেই ভালবাসায় শির নত করে !        
বারে বারে ব্যাকুল মন ভারায়ে একদিন  আমি                                          
স্ব-গভীর মত্ত্বে একটি পবিত্র প্রেমের            
          নিভৃত খুঁজেছি।                            
সেদিন ছিঁড়িল কলিজা বিরহ কাঁটার আচরে
   তা আমি                              
অবহেলার নির্মম আঁধারে ডুবেএকটু একটু করে                                        
মেয়ের প্রেমের দাসের জীবন অভিশপ্তে বুঝেছি।