* তোমরা,কখন ও আর আসবে না
জানি                      
         শুধু দিয়ে যাবে আড়ি,                  
চেতনার মশালে মিছিলের ডাকে ঐ          
           একুশে ফেব্রুয়ারি।                        
সালাম, রফিক, শফিক,জব্বার আসাদ
        আরো ভাষার সকল বীর,            
তোমাদের স্মরণে প্রভাতফেরীর মিছিল হবেই
      পুষ্প বরণে,খালি চরণে                      
        সকল মানুষের ভীড়।            
তোমরা কখনও আর আসবে না জানি,            
       রবে ইতিহাসের পাতায়                      
        নব বাঙ্গালিদের প্রাণে,                    
এলো ফেব্রুয়ারি,ফেব্রুয়ারি বাংলা ভাষার গানে।
  তোমরা কখনও আর আসবে না জানি
  একুশের কবিতায়, তাইতো খোকার অভিমানী
       তোমরা আর আসবে না জানি।              
তোমরা সেদিন আজকের এইদিন              
        ভাষার লাগিয়া মরলে,                
রাজপথের লড়াকু ভাষা সৈনিকের গুরুত্ব বুঝে
           তব জীবন বাজি ধরলে।                
তোমরা কখনও আর ফিরবে না জানি      
    তাইতো চেতনায় ঢালি রক্ত,              
  তোমরা আমাদের সাথে শিখাইলে তাদের
    কাহাকে বলে বাংলা মায়ের ভক্ত।              
   তবু তোমরা আর ফিরবে না জানি।          
তাই সালাম সালাম হাজারো সালাম        
          তোমাদের তরে                        
     ত্যাগের অবর্ণনীয় জ্ঞানে।