আবেগে আলোর ছায়া বড্ড মায়া      
আবার আলোর মাঝেই ফাঁদ,          
আমি আঁধার মাঝে মত্ত্ব মাতাল      
উন্মাদনায় হয়েছি,হয়েছি গো বরবাদ।                
আঁধার ছেড়ে আলোর পথে হঠাৎ যখন  ধীর গতিতে....যাত্রা করিলাম শুরু,                
চলমান আলোর পথেও দিব্যি তখন         হলো অনিশ্চয়তায় ভীষন আতঙ্কে                
আমার জীবন যাত্রা সরু।                    
বিস্তৃত আঁধার আলোর মধ্য প্রান্তে      
ওড়ছে বহু                      
বাস্তবতায় দুঃখ নামের ঘুড়ি ,        মুষ্টিযোগের একটি বিধান
মেয়ের প্রেমে ও তালাশে শান্তি কোথায়?                  
প্রেম যে আমার টুকরো কাঁচের চুড়ি।  অতঃপর কাঁদন সুরে বিরহ আসে      
আঁধার আলো ঘিরে,            
প্রাণপণে,পালাবো আমি কি ল্যাজ ঘুটিয়া  
হাজার বাঁধাই শূন্য ধাঁধাঁয়      
হিংসুটেদের ভীড়ে।              
জানি, আলোর ছায়া বড্ড মায়া        
আলোর মাঝেই ফাঁদ,              
কাঁদিস না রে ওরে অবুঝ হৃদয়          
জানিসনে ত্যাগের মাঝেও
পরিপূর্ণ শান্তি আছে                        
যেমন পূব আকাশে আলোকিত এক      
পূর্ণ সুখের চাঁদ।                        


  - মুহাম্মদ  জে.এইচ (রপ্পি) -