* তোমার উদাসি,উদ্যম হরিণ চোখের চাহনি
        কতদিন যাবত ধরে দেখিনা
              দেখিনা গো রিয়া,
তোমার চরণকমলে লেগে আছে পথের ধূলি
         সেই পথটি ধরে কখন বা কবে  
       আকুল পিয়াসে মিশে গেছে
         আমার কাঁটাবৃত্ত সেইপ্রেম,
    তোমার আলতা মাখা চরণে
        নুপুরের ঝুমুর ঝুমুর শব্দে,
    মনে হয় স্মরণে,কতদিন ধরে      
  তোমায় দেখিনা, দেখিনা গো রিয়া?
     কতনা সাল, কতনা বঙ্গাব্দে।
যদি কথোপকথনে,তোমার বিশ্বাস বলে
      তুমি ফিরবে অধীর সমীরে ,
      আমার রুক্ষ প্রাণের পল্বলে।
    তবে তুমি ফিরে এসো রিয়া!
হাতছানি দিয়ে আদৌ ডাকছে হৃদয়
  তুমি ফিরে এসো এই হৃদ পাজরে  
       নবচাঁদনীর স্মরণীয় রূপে।
  এলেই, বিজন ঘরে পল্লী গীতি
     গায়বো আমি সুখের ভীতি
তোমারি মলিন ব্যথার সুরে, পথ বঁধরে
আমি ডুব দিবো যে গহীন প্রেমের কূপে।
      নিতল দীঘির শীতল জলে,
    হঠাৎ করে, আমি ভাসবো চুপে চুপে।
   ফের তোমার কোলে মাথাটি রেখে
            শূণ্যে দিবো পাড়ি,
    নিদ্রাহীন চোখে সপ্ত পারাপার,
     সেথায় হবে আমার বাড়ি।
শুধু সেই বেলাতে বিদায়ের লগ্ন ভাগে
তোমাকে কাছে চাই, খুব কাছে নিতান্তই
      জীবনের শেষ বেলাতে                  
  ভালোবাসার অনন্তযৌবনা গভীর খেলাতে
অপলক দৃষ্টিকোণ হতে ভালবাসার নীলে
   বরাবর তোমাকে,স্বপ্ন আশার নীড়ে
        রেখে যেতে চাই আমি,
     অনুভবে, শুধু ব্যথার দ্রহন.          
সেদিন পাগলি রূপে আমাকে খুঁজার জন্য।


...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).....
স্থান:-সফরত এলাকা, ফরিদপুর।
     তারিখ:-১০/১২/২০১৭ইং।