আর কত দেখতে হবে,জালিমের বারাবাড়ি?
বাজারে আগুন,দ্রব্যমূল্য দ্বিগুণ,
না খেয়ে হতদরিদ্র,লাখো মানুষ আজ,অনাহারী
আর কত দেখতে হবে,জালিমের বারাবাড়ি?
দূর্ণীতির বীজ বুনে,
হচ্ছে অনেকে রাতারাতি বড়
সত্যের কথা বললে,
হবে জেল,নহেৎ ফাঁসিতে ঝুলে মরো
নীরবতায়, একমাত্র মুক্তির পথ
সর্বদা,চুপচাপ থেকে যে যার রাস্তা ধরো!
কিন্তু, আমাকে কথা বলতেই হবে,আমি কবি
আমি সত্য,ন্যায়,আর সততা আদর্শের ছবি।
আমাকে কথা বলতেই হবে আমজনতার জন্য
আমাকে কথা বলতেই হবে,স্বাধীনতার জন্য
আমাকে কথা বলতেই হবে,নিরীহ মানুষের জন্য
আমাকে কথা বলতেই হবে,দেশ ও জাতির জন্য
আমাকে কথা বলতেই হবে,সম _আইনের জন্য
আমাকে কথা বলতেই হবে,সাম্য, ঐক্যের জন্য
আমাকে কথা বলতেই হবে,ন্যায় প্রতিষ্ঠার জন্য
আমাকে কথা বলতে দাও,স্বাধীনতা রক্ষার জন্য
আর যদি মনে হয়,আমার সব অভিযোগ মিথ্যে
তাহলে,আমার নামে দিয়ে দাও,শতশত,মামলা
নাহলে,ঘর থেকে বের হলে,চালাও,আমার উপর
অস্ত্র-সস্ত্র  হাতে,অনায়াসে নিরবচ্ছিন্ন  হামলা।
আর যদি আমি,নসিবগুনে বেঁচে থাকি বাংলায়
তাহলে,আমি কবির কলম চলবেই, চলবে
আর বিপ্লবের সেই অগ্নি, জ্বলবেই জ্বলবে,
বিধাতার আদেশক্রমে, সত্যের পক্ষ লয়ে!