* ১৮৯৯ সাল, চুরুলিয়া গ্রামে দুখু মিয়া নামে        
         নব জন্মেছিল এক কবি,  
   হেলায় ফেলায় চলে জীবন তাহার        
           সহ্য করে  চলে সবি,        
  ১৮৯৯ সাল,চুরুলিয়া গ্রামে দুখু মিয়া নামে          
        নব জন্মেছিল এক কবি।        
কৈশোরে থিয়েটার দলে কাজের ফাঁকে
        কবিতা, নাটক লিখতেন,      
সেনাসৈন্য কাজ শেষে, সাংবাদিক বেশে
        কলকাতাতেই থাকতেন।            
সেই সময়কার ব্রিটিশ রাজের বিরুদ্ধে তিনি
       দুর্নীবার,সংগ্রামেই লিপ্ত হন,      
বুঝালেন বিদ্রোহ কণ্ঠে সোচ্ছার তিনি
           কাপুরুষ কখনও নন।            
যখনি, ক্ষুদ্ধ হয়ে ব্রিটিশ রাজ থাকে
           কারাকক্ষে করে রূদ্ধ,            
তখনি কারার ঐ লৌহ কপাট কাব্যে    
          করেছিলেন একাই যুদ্ধ।          
বন্দি শিবিরে, নজরুল কবি রে          
      রুখতে পারেনি কোন শক্তি,            
  ব্রিটিশ রাজের অত্যাচারী শাসন      
        দিয়েছিল সেদিন মুক্তি।            
১৯৭২ সালে বাংলাদেশ সরকারের  আমন্ত্রন পেয়ে                            
        বাংলাতে এলেন তিনি,        
সপরিবারে ঢাকাতে এসে, বসবাসরত   দেশের
       জাতীয় সনদ পেলেন উনি।            
শেষ সময়কালীন, বাংলায় স্বাধীন
          লিখেছেন মুক্ত সবি,            
১৯৭৬ সালে, ভাদ্র কালে বিদায় নিলেন
       আমাদের জাতীয় কবি।            


উৎসর্গ :- কাজী নজরুল ইসলাম।        
      আমার কবিতার গুরু।