* এসেছিলে মেয়ে অতন্দ্র সুনীল আকাশে
    হয়ে শঙ্খ বাজা ধ্বনি,
    অধীর সমীরে আপন তীরে
    ছিলে আমার চোখের মণি।
    কুর্নিশ রঙ্গে রক্ত রেখায় অম্বরে ফুঠিলো
    কৃষ্ণাতিথির শশী,
    মেয়ে উদাসী মেঘে ভাবাবেগে
    আজ অবেলার প্রেম কষি।
    এসেছিলে মেয়ে তপ্ত তাপনে বাদলের গানে
    হয়ে অবিরাম বর্ষণ,
    পুলকিত ইশারায় নুপুরের পায়
    মেয়ে তোমার দর্শন।
    মেঘ ময়ূরীর নাচে!
    মেয়ে তুমি এসেছিলে স্নিগ্ধতায়
    রং বাহারি কৃষ্ণচূড়ার গাছে?
    আমার মনে বেনুবনে শাখায় শাখায়
    প্রেম হয়ে দুলছিলে,
    মেয়ে আজ হারানো স্মৃতি পালিয়ে বেড়াই
    হবেনা মধূ মিলনের খেলা,
    হাঁটতে হাঁটতে একদিন পিছুটানে
    ভুবনে আর আমি রবো না
    ঢেলে প্রেমসুধা ঘৃণ্য লাভা
    এলে শেষ শ্রাবণের বেলা।
    মেয়ে হয়তো সেদিন ক্ষমার চাদরে অশ্রুমুছে        
    আমায় খুঁজবে তুমি