* আজ জিবন অচল আমার ছেড়া মাস্তুলে  
    শুধুই দুঃসহ বিপদের পূর্বাবস্থা দেখে
        যেন ইচ্ছার লগ্নীকরণ,
  শুন্যে ভাসমান স্বপ্নিল আকাশ হয়ে।
আজ এক পা অগ্রসর হয়ে নির্বিঘ্নে আমি
      তিন পা পিছিয়ে পড়ি,
ভয়াল দুঃস্বপ্ন স্বরণে, প্রগাঢ় রক্তক্ষরণে
   হারানো দিনের ব্যর্থতার ভয়ে।
  যদি ও আমি বক্ষস্থে অগ্নিপুরুষ
    বিধাতার হস্তে গড়া মানবে,
শক্তির প্ররোচনায় ভক্তির বাঞ্চনায়
     তবু নই রে...আমি দানবে।
স্তব্ধ বলে কিন্তু ভীতু নই রে...আমি
       আছে বুক ভরা হিম্মত,
সদা সত্য চাদরে বরাবরি ধৈর্য লুকিয়ে চলি
হয়ে হযরতের চিরচেনা এক উম্মত?
সেই সে উম্মত বিধাতার বিশ্বাসে
      শ্বসন শ্বাসনের নিশ্বাসে
টার্নিং পয়েন্টিং হুকুম আরজে সত্য বলতে গিয়ে
তবে মিথ্যের সমাজে অপদস্থ হতে হয়।  
  শুধু বিধাতার পথ পানে চলতে চলতে
শুকরিয়া আদায়ে সত্য কথা বলতে বলতে!
      বাস্তুহারা উন্মাদনায় আজি
যদিও আমার জিবনের মাস্তুল ছেড়া
তবু আমি উল্লাসিত অনুভবে অবিচল
বিধাতার লেখা ৫০০ ত বৎসর আগে
আমার কপোলের কালো ছায়ার মাঝে          
  আংশিক সুখময় দিনটা দেখতে
    সতত হৃদে এই ক্ষুদ্র প্রচেষ্টা
জানি তা কখন ও হতে পারে না বৃথা আমার    
        বিশ্বাসের মর্যাদা হতে?


....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......