হৃদয় কেঁদেছে বহুবার
হেসেছে খুবই' অল্প
সুখ আর দুঃখ নিয়েই
আমার এই,গল্প।
ভাগ্যের স্বরলিপি,
কষ্টের সাগরের ঐ,ঢেউ
স্রষ্টা ছাড়া,নিঃস্বার্থ,
আমাকে বুঝেনি,কেউ!
তিনি ছিলেন,তিনি আছেন
তিনিই থাকবেন,
সব'সময় আমাকে,তিনিই
ভালো,রাখবেন!
তুমি ছাড়া,এ ভুবনে মোর
কেউ নেই,মাওলা
তোমার রহমত ছাড়া আমার
সবকিছু' আউলা।
জীবনে,কষ্টের আঁধার ঘুচিয়ে
উঠুক'নয়া রবি
তোমার তটে চাইছি আমি
তোমার নীরব কবি!
হে'প্রভু,গ্রহন করুন,মোর প্রার্থনা
আমার এ আর্জি
আমি জানিনা,কি আছে
কি তোমার,মর্জি।
হৃদয় কেঁদেছে বহুবার
আরও কাঁদুক,অল্প
পাপ আর পূর্ণতা নিয়েই
আমার এই,গল্প।