আমি নিরবে নির্বীত্তে অশ্রু লুটায় একাকিত্বে
      আজ মস্তিষ্কে ধরে গেল জং ,            
তোমাকে ছাড়া ওগো রিয়া আমি পাই না খুঁজে     ভালবাসার অস্তিত্বে গড়া          
           মিষ্টি প্রেমের রঙ।                  
তুমি রিয়া তুমিতেই রয়ে গেলে        
          পাল্টালে না তবু,                  
আমার হাতে গড়া ভালবাসার বাঁধন      
       তুমি বুঝলে না কভু!                
ওগো রিয়া তুমি হেলায় ফেলায় ভালবাসায়
   আমার জীবনে বিষাদ ঢেলে দিলে,      
সত্য মনে, নিরবে নির্জনে,ভাবিয়া দেখিও
    রিয়া তুমি কখনো কি আমার ছিলে?
জানি বুঝবার মত কোন ভাষাবোধ        
  বিশ্বময়ে,তুমি পাবে না "কো" খুঁজে,              
ওগো রিয়া তুমি যে আমায় ভালবাসা না    
        তা দেরিতে পেলাম বুঝে।            
তবে আজকে আমি কেমন করে        
         তোমায় যাবো ভুলে,              
আজি ভালবাসা নামক মায়ার বাঁধন      
      আমি কেমনে নিব তুলে।              
তাই নীরবে নির্বীত্তে অশ্রু লুটায় একাকীত্বে
         আমার আমিতে একা,              
ওগো রিয়া আমি এক যাযাবর নিশ্চিত নিশাচর                                      
    প্রতিটি নিশিতে খুঁজে চলেছি তোমায়
    স্বপ্নিল ক্যাম্পাসে আশার চত্বরে          
যদি তোমার আমার একবার হত দেখা।  
আজ তপস্যার বেলাতে তিতিক্ষার প্রহর
         ঘন্টা বাজিয়ে যাই,                  
রিয়া তুমি আসবে কি,আমায় ভালবাসবে কি?     কোন একদিন স্বপ্ন ঠিকানায়।