* মহানন্দ,আমার ব্যর্থতার প্রয়াসে হাসি  
  সকরুণ বাণীতে,এ চোখের পানিতে ভাসি।
স্বপ্ন আলো ভরা নব দিগন্ত, আজি জানি না  
  আমি নসীব গুণে,পণ্ডশ্রম ফল, মানি না ।  
আলাদা নিঃশ্বাসে, চেনা বিশ্বাসে এ আবেদন  
  ভালবাসা নেই আমার, যে প্রেম নিবেদন।  
  করিব না, ধরিব না, জগতে বিনয়ী ভাব  
  নত শিরে প্রফুল্ল আমি, বন্ধনা করি প্রভু  
  ত্যাগীরূপে, স্বর্গ সম্মুখে যাওয়ার প্রভাব।  
ঐন্দ্রিলার সূক্ষ্মজালে, মাকড়শার যে দৃষ্টি
হঠাৎ এলে পোকা,তারে বানায় বোকা,সৃষ্টি।
চক্রের বৃত্তান্ত, একালে জীবন্ত সমাধীর  
আমার সংসার, নিমজ্জত আঁধারে অধীর।
আমি মাটির ভাস্কর্য হয়ে, দাঁড়ায়ে দুপুরে
নির্জনে আসি, ঢিল ছুড়ি ব্যর্থতার পুকুরে।
সফলতা কাকে বলে, স্বাধীনতা সদা পেলে  
একদিন চেনা কণ্ঠে চেষ্টায় হব এ জয়ী  
ব্যর্থতার চূড়ায়,লুকিয়ে আমার বিজয়ী?