* আজকাল ভোগ বিলাসিতার কোন সখ্যতা
     আমার কবিতার ছন্দে নেই জানা,
ত্যাগের মহিমায় আমি হয়েছি সুখ ফুল              
   হয়তো বা তোমাদের নেই তা জানা।
  পদচারণায় স্মৃতিগুলো চলে গেছে
         সীমান্ত পেরিয়ে বহুদূর.
সুন্দর দৃশ্যের আড়ালে নিজেকে রেখে
     হে অবগুণ্ঠন কালের সাক্ষী
      আমি বেঁচে গেছি খুব জোড়।
হয়ে নিংসঙ্গ মানুষের রাত্রি যাপন আকাশ!
    আজ আমার সব জঠর খুলে দিবো
   মুক্তির গান গেয়ে দুরাশার প্রান্তরে...
আজ আমার প্রেম নেই, নেই ইচ্ছে লোক
       কবি ও কবিতার অন্তরে।
আজ স্বপ্নকে ভালোবেসে ত্যাগ আমি চাই,
  নির্লজ্জের মত আর ফিরবো না কোনদিন
     তুমি জেনে রেখো ইচ্ছে লোক?
        আমি হয়ে গেছি আজ
বঞ্চিত, নিপীড়ন, দুখিদের ভাই।
আজ স্বপ্নলোক, তোমাকে ভালোবেসে
         নারী নদী নিরবধি
          এই ত্যাগ আমি চাই।
আর তুমিও জেনো রেখো ইচ্ছে লোক
       এ জগতে আমি আজ
  পুরোভাগ সেই মানুষ রূপে নাই।
তুমি জেনো রেখো হে অতৃপ্তির পাখি
         আমার ইচ্ছে লোক,
আমি আজ রঙ,তামাশার জনসমুদ্রে
   মিথ্যের পদপিষ্টে ধরেছি পরলোক।    
তুমি জেনে রেখো, জেনে রেখো হে      
         আমার ইচ্ছে লোক।
  
-- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) --
স্থান :-সফররত এলাকা,ফরিদপুর।  
     তারিখ:-১২/১২/১৭ইং