"আমার জিবনের মাস্তুল"
-------------------------------
* মানবের জীবন মাস্তুল দুই চাকার যন্ত্র
গড়িয়াছে বিধাতা নিখুঁত হস্তে
দিয়ে রকমারি মন্ত্র!
কোন কোন মানব জন্ম থেকেই
এক চাকা লয়ে ছুটছে বিশ্বময়,
আমার চাকা দুটা সংঙ্গে থেকে ও
ব্যাপক অবক্ষয়।
আমার জীবন মাস্তুলের খুঁটিটা আজ
নিষ্কিয় পড়ে আছে ,
প্রয়োজনে আমি আসি না কারো কাজে
অনিশ্চিয়তার মাসে।
বিপর্যয়ের মরিচিকার প্রলেপে
আজ মাস্তুলে ধরেছে জং ,
আমার জীবনের খুঁটিটা হেলায় ফেলায়
জগতে আর খুঁজে না রং।
বিধাতার সৃষ্টি সর্ব উৎকৃষ্ট মানব হয়ে
তবু আজ আমি আনিশ্চয়তার কালে,
হতাশগ্রস্তে দেখি চোখে ঝাপসা অমলিন অপ্সরা
সরষে ফুলের ছবি,
করুণ বেহালার তালে।
মস্তিষ্ককে চিবুক বিষাদ,
সনদ পাতায় আজও
নেহিতো আমি কবি।
জানিতো মৃত্তিকা,কংক্রিটে,মানব আমি
গর্তে গর্তে অনির্বাণ হয়ে
জংশনে জংশনে ক্ষয়!
হয়তো একদিন বৈমর্ষের সহিষ্ণুতার
কোলস ছিড়ে আত্মবিশ্বাসে
বেড়িয়ে আসিবো আমি।
দুরন্তপনায় নিঃসৃত হয়ে গর্জে ওঠবো আবার
ত্যাগের মহিমা দিয়ে বুঝে নিতে
আমার স্বঅধিকার স্বাধীনতার জয়।
ঐ দেখা যায় বহুদুরে গগন ক্ষণে
শান্তির উড়ছে নিশান,বাতায়নে
আমার জ্বলসে ওঠা জীবন,
মাস্তুলের এক অবিস্বরণীয় হয়ে
   সতত বরণীয় রয়ে।
অবিশ্বাস্য নতুন উর্ধ্বমুখি দিনে
জীবনে ফিরে পেতে সেই ভালবাসা হারনো
আক্ষেপ ঝড়ানো অনিশ্চয়তার জয়।


    - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)      
.................. ××..................