* বাড়াও কিশোর তোমার ওষ্ঠ দুটি হাত
       পুষ্প কন্টক কাটা তব তুলে,
এসেছিলেম আমি জননীর গর্ভতলে
       মাতৃকোষে কমল কানন,
  হয়ে অবরেণ্যে রবি,শিশু কবি
      চলমান সমাজের রাত!
আজ দাড়াও যুবক শুনে যাও পূর্ণ মণিজালে
এসেছিলেম আমি ৯২ এর দশম আক্টোবর
       পদার্পণে পৃথিবীর মহাকালে।
জানো কি কিশোর শুনে যাও যুবক।
    কেমনে ও মুখে ফুটিলো কথা,
     রক্ষোরথি ক্ষুদ্রমতি মহারথী
    ভাষা আমার হয়ে স্বাধীনতা!
মায়ের চরণে ঘুমিয়ে ছিলেম শিশু আমি
        দুগ্ধ পানে ভালবাসা।
বিজ্ঞতম জগতে তুমি পাশে ছিলে মা
       জনম তোমার কোলে,
আজ জন্মদিন আমার, সন্তানে তোমার
      ভালবাসা তথাপি দুলে।
আমি পঁচিশ বসন্ত পাড়,রেখে এসেছি
     নব বসুধা সুন্দরীর রূপে,
কবিদের ভালবাসা ছাড়ি মধুমতি তীরে
বেনুবনে একাকী কাব্য লেখাকি হলো
          বিস্ময় নিশ্চুপে।
  রবির কিরণে দিবসে আলো
  কবির স্মরণে আঁধারে কালো।
লাজ লহে, উল্লাস নহে হাহাকার রবে
     আমার সকল আয়োজনে,
আজ কবিদের আসরে ক্রমশই
       ভালবাসার ঠাঁই,
কাতর হয়ে মনে চাহিবো আমি
      আজ আমার জন্মদিনে।


.......মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......