মাঝে মাঝে মনে হয়,সব কিছু ঠিকঠাক আছে
শুধু,আমি একজন,ভুলে গড়া মানুষ
আমি যেটাকে ছুঁই,সেটাতেই আগুন লেগে
পুড়ে ছারখার হয়ে যায়,অনায়াসেই!
আমি যেদিকে যাই,
সেদিকেই, নদী শুকিয়ে যায়
রাগে,ক্ষোভে,অতি কষ্টে, চোখের পানিও
শুকিয়ে যায়,এক নিমিষেই।
মাঝে মাঝে মনে হয়,বিষন্ন মনটাকে
ধুলোর মতো উড়িয়ে দেই,
আবেগের বাহারি রঙের আকাশে।


তখনি মনে পড়ে,আবার
আরে আমি তো সবার মতো মানুষ নহে
আমি ভুলে গড়া এক পাহাড়,
আমি বিষাদের গহীন অরণ্য,
আমার ভালোবাসা,কখনোই জন্ম হয়নি
শুধু ,তোমাদের ঐ জন্য,
আমি ভুলে গড়া এক পাহাড়,
আমি বিষাদের গহীন অরণ্য।
মাঝে মাঝে মনে হয়,সব কিছু ঠিকঠাক আছে
শুধু,আমি একজন অ-মানুষ!