* আমি ভরপুর জগতে নেতা হতে আসেনি  
   এসেছি,উন্মোচিত সত্যের পথে চলতে,                          
আমি মানুষকে নেতৃত্ব দিতে আসেনি হে          
  এসেছি ,ভালবাসিয়া ঐক্যের কথা বলতে।                  
আমি কবি কিংবা রহস্যবিদ হতে আসেনি    
  এসেছি,স্বয়ংক্রীয় আগ্নেয়াস্ত্রের                    
  কুণ্ডলিতে মুক্তস্বাধীন কবিতা হতে।                            
আমার খুব দুঃখ আছে নগর ক্লান্তিতে              
খালি বস্ত্রে রাস্তায় ঘুমিয়ে থাকা দরিদ্রিত                    
      স্বল্প তৃপ্তি বঞ্চিতদের জন্যে,                      
আমার সুখ আছে আকঙ্খা নিয়ে বুকে এখন            
     দুর্বার,ত্যাগের অবর্ণনীয় শূন্যে।                                            
আমি সুখ-দুখের কথা তোমাদের শুনাইতে আসেনি
এসেছি,জীর্ণ শীর্ণ শব্দমালার আড়ালে রয়ে      
   সুনির্মল সাগরে ত্যাগের মহিমায় বাণী শুনাইতে।            
আমি অকথিত সুখের কোন সময় খুঁজতে আসেনি
এসেছি,শান্তির আহ্বানে নব মিছিলের খুঁজে।                  
আমি বিদ্রোহ করে সহসা যুদ্ধকে সাজাতে আসেনি                      
এসেছি,পদচারণার তল্লাটে ঐ                 দুর্বীনিত মানুষের হিম্মত বুঝতে।              
আমি এসেছি,রূপকে আড়ালে মানুষকে        
     ভাষার বৃত্তান্তে ভালোবাসতে,                  
আমি একদিন ফের চলে যাবো ধরত্রী থেকে
    নদীর স্বচ্ছ ঢেউয়ের মত                      
    অনাবিল  সুখে হাসতে হাসতে।  
আমি আলৌকিক কিছু হতে আসেনি            
এসেছি,পঙ্কিলতা থেকে, পাপ থেকে      
   এসো,পরিপূর্ণতায় বেঁচে থাকি                      
আমার দায়িত্ব ও কর্তব্যে আমি একথাটা          
   গলা ফাটিয়ে বলতে এসেছি..!                
  বিচ্ছেদের বিষে নীল হয়ে                          
আমি আজ সত্যের এ অবস্থানে পৌঁছেছি                        
শুধু তোমাদের তটে আমার এ সত্যটা
উন্মোচিত করে        
সত্যের পথে আমার এ পথচলা            
সেই কথাটা গলা ফাটিয়ে                                
হে পৃথিবীর মানুষ তোমাদের কানে কানে বলতে                                    
বিধাতার আদেশক্রমে আমি এতদূর এসেছি?
   *************************