আমি কবিদের ছাত্র
-----------------------------


* কবিতা লেখা নাকি মোটেও হয়না আমার
        এ বাণীটা অপবাদ দিয়ে আমায়।    
      কিছু লোকে বলে,
তাই ব্যর্থ ব্যর্থ অর্থহীন কবি হিসেবে আমি
       পেলাম কি চোখের জলে?
আজ ব্যথার কাতর অঙ্গে আমার কষ্টঘোচা
       মানব দিয়েছো তোমরা,
কেউ দিয়েছে সোহাগ করে ভালবাসার বাঁধন
     কেউ তুলেছে দীক্ষার চাবুকে
     স্বয়ং আমার প্রাণ ভোমরা।
হে জাতি প্রশ্নাবলী শুদ্ধকলি পুষ্প ঘ্রাণে
      কবি হতে আমি চাই না,
আমি কি বলেছি খ্যাতিকবিদের ভালোবেসে
         শ্রদ্ধা করতে চাই না?
মানুষ তারা তবু জ্ঞানের সাগর
     আমি কি হব তার সম
        এক ফোঁটা পানি,
কবিতার স্রমাজ্ঞে তারা ওস্তাদে নওয়াব
    আমি তাদের ছাত্র হতে জানি।
তবু জ্ঞানের সাগরে আমি হব কি তার
       সম এক ফোটা পানি?
কে বলেছে বিশ্ব নিখিলে কবি আমি
     সবে আমি কবিদের ছাত্র,
অপরাধ মার্জনীয়, মানবের কল্যাণে আমি
        এইতো এলাম মাত্র।
তাই ওস্তাদীগণের ছাত্র আমি              
       লোক ঠকিয়ে,
    খ্যাতি হতে যাই না?
আজ দুষ্টু লোকের মিষ্টি বাক্যে
না, না,আমি কবি হতে চাই না।


.......... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).........