* দু চোখের পাতা খুললেই দেখি দৃশ্যপট
কানে আসে বিরক্তিকর রাজনীতির খবর?
আমি প্রথমে উপলদ্ধি করি ঘরোয়া রাজনীতি
টিভির রিমিট কন্টোল নিয়ে চলে হট্টগোল
    বাচ্চারা কাটুর্ন দেখবে বলে শুরু করে
              হৈ চৈ এ রাজনীতি।
বোনেরা গান,কিংবা ফ্যাশন দেখবে বলে
      চেঁচিয়ে ভাসনে করে রাজনীতি,
বাবা দেখবেন শিরোনামে তাজা খবর
       তিনি করেন নিজ আসনে
           নেতৃত্বের রাজনীতি।
মা করে বায়না দেখবে সিরিয়ালের নাটক
      তাই উনি ও আন্দোলনে করে
         অধিকারের রাজনীতি।
এই হলো আমাদের দেশের পরিবার বর্গের
     ঘরোয়া রাজনীতির হালচাল।
আর আমি সব তালে নাচি হা হা হা!
বাজারের অলি গলিতে চলে রাজনীতি
চায়ের দোকানে চলে চুমুকে চুমুকে রাজনীতি
মুদির দোকানেএখানে ওখানে চলে রাজনীতি
     অতিরিক্ত পণ্যবৃদ্ধির চক নীতি,
      ছাত্র সমাজে চলে রাজনীতি!
দেশ সংলাপে গণতন্ত্রে চলে আসল রাজনীতি
পৃথিবীর ঘঠনতন্ত্রে চলে অনিয়ম রাজনীতি,
হায় রে... রাজনীতি, রাজনীতি, রাজনীতি
   শুনলেই কেমন যেন বিরক্তিকর লাগে।
   আশ্চর্য,তবে আমি ও করি রাজনীতি
    আর তা হচ্ছে গভীর চিন্তাশক্তিতে
    অক্ষরের সাথে কবিতার সংমিশ্রণ।
    তাতে নেই কোন গোলাগুলি বর্ষণ,
      কার্যকলাপে মহামারি, বা ধর্ষন,
সেথায় আছে সেরূপ সুস্থ মস্তিষ্কের ঘর্ষণ।
হেথায় শিক্ষা, শান্তি,প্রগতি জ্ঞান বৃদ্ধি করার কার্যক্রমে
অভিনবে কাজ করে হাজারো কবি!
      আমি কবিদের আসরে
   সর্বদাই এরূপ রাজনীতি করি?
আর সেখানে আমি রজনীর শেষ প্রহরে
   হৃদয়ের সেমিনারে অনুষ্ঠান করি!
চলে জীবন্ত প্রাণের উৎসব হা হা হা।


....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........