"আমি স্বাধীন"
--------------------------------
* এ আমার পল্লী সৌন্দর্যময় লাবণ্যে
          সবুজের ছায়াদান,
তাতে মুগ্ধ বাতাসি হেলিয়া দুলিয়া
    সোঁ সোঁ ধ্বনিতে তুলে গান।
আরও আছে বিস্তৃত পুকুরের বেষ্টনীতে
         থোকা থোকা ঘাস,
তারি তটে প্রেম রটে পল্লী দর্শনে
     দেখিয়া ছাড়ি দীর্ঘশ্বাস।
সচ্ছ জলে দলে দলে ভেসে ওঠে
       মৎস করে খেলা,
মৃদু স্বরে গান ধরে বন জংঙ্গলে
      পাখিরা বসায় মেলা।
ফুলে ফলে দুলে তালে ছুঁয়ে যায়
     বাতাসে নাচন নাচিয়া,
তাহা দেখে লেখে লেখে এই বাংলায়
      আমি থাকি বাঁচিয়া।
স্রষ্টার কুদরতে লেখি আজ প্রেমসুতেঁ
        আমি যে স্বাধীন,
অপূর্ব লীলাতে সময়ের বেলাতে
        কেটে যায় দিন।
আজি স্বাধীন বলিয়া সত্যের পাল তুলিয়া
      উড়ায় শান্তির নীড়,
আমি নেহি কবি প্রতিচ্ছবি
     কূল ছাড়া এক তীর?
আমি বাঙ্গালি নেহি কারো কাঙ্গালি
        স্বাধীন এ বঙ্গে,
আমি প্রেমসুঁতোয় মালা গেঁথে              
       বিষ মাখি অঙ্গে।


      - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
----------------**---------------