আমি কি কবি, নাকি সত্যের সন্ধানে
সমাজে উদিত এক স্বপ্নজ্জ্বোল কিরণময়
নয়া দিগন্তের রবি?
চারদিকে ছায়া ভরা সবুজের দেয়ালে টাঙ্গানো
পল্লীর বনে পুষ্প কন্টক ছবি।
অতঃপর আমি নিজেকে ভাবতে পারি কি
অনাকাঙ্ক্ষিত হেন ভবিষ্যৎকালে
সমাজে চলমান এক জীর্ণ শীর্ণ কবি?
হেমন্তের হিম মাঠে, আকাশে উড়ে যাই
এক ঝাকে সারি সারি বক,
অজানা সব মুখে রমণীরা বলে বেড়াই।
আমি যে এক ছদ্মবেশী,
আর দীক্ষা হৃদয়ে রিয়া বলে দায়
আমি নাকি শুধুই প্রতারক!
হলুদ পাতার ভীড়ে কিশোরীর নগ্ন তীরে
মাঝরাতে দেয়ালের পর,
আমি সন্ন্যাসী, কিংবা কবি খুঁজেছি কি?
কোন এক বেৎসা পল্লীর ঘর।
রিয়া তর ঐ জিঙ্গাসার মানে কি মুছে দিতে
আমার মস্তিষ্কের প্রভাব,
নাকি শিহরণ অস্তিত্বের প্রতিভা সবি,
আজ জীর্ণতম সমাধীর তলে শুয়ে আমি
তবে তুই ও জেনে রাখিস রিয়া,
জোস্নার মনীষার রাতে আগ্নেয়গিরিতে
আলোক জ্বলা,
নির্মম আঁধারে আমিই সেই কবি?