* প্রভু তোমার তটে এইতো ছিল মোর
            অসামান্যতম চাওয়া,  
   জন্মজন্মান্তরে যদি হত মোর পাওয়া      
  তাই পুরুষত্ব ভাব পোষণে করি সাধন!
      যদি যুগল বন্ধি হাতের তালু            
  এক করে দিতো মোরে,বিবাহ বন্ধনে    
      সেই সঙ্গীর মনন্বতরে বাঁধন,          
তাই পুরুষত্ব ভাব পোষণে করি সাধন।  
    আচমকায় মনে মনে,আনমনে          
        সেই সঙ্গীর করিয়া খুঁজ,          
তোমার তটে ফরিয়াদ করি প্রভু              
   এই কঠিন রাতের মজলিশে রোজ।    
          করিয়া সেই সঙ্গীর খুঁজ।            
সেই সঙ্গী যে আমাকে পলকে পলকে
      কবিতার ভাষায় ভালবাসবে,          
সেই সঙ্গী যে আমাকে ভালবাসার পরশ ভুলিয়ে                                        
    প্রেম সোহাগ করে বড্ড হাসি হাসবে,
সেই সঙ্গী যে আমাকে ধমক দিয়ে বলবে
          এবার ত একটু থামো!          
দেখো থাকিয়ে, শেষ রজনী হতে যাচ্ছে পার
    এবার ত কবিতা থেকে নাও ছুটি,          
আর আমায় ভালবাসো পরিপূর্ণ রূপে খাঁটি।
সেই সঙ্গী চাই, যে ফজরের আযান শুনে
      ঘুম ত্যাগ করে লাফিয়ে ওঠবে,          
ও সযত্নে আমাকে ঘুম হতে জাগ্রত করবে
   আর বলবে শুকরিয়া প্রভুর সিক্ততায়,    
          চলো নামাজ পড়বে চলো!        
সেই সঙ্গী যে সকল বিপদ মসিবতে ও আমায় বলবে                                    
       যা হবার ছিল তা ত হবেই,            
তুমি প্রভুর হ্বকমতে ধৈর্য স্থাপন গড়ো      
     তাতে প্রভু আমাদের পাশে রবেই।        
আমি সর্বদা এমন সঙ্গী চাই এমন          
      যে পূর্ণীমা চাঁদের ন্যায় উজ্জ্বল,          
           গুন ও চরিত্রে মাশাল্লাহ্                
          মা ফাতেমা ছিল যেমন        
    আমি সর্বদা এমন সঙ্গী চাই এমন।  
    
       - মুহাম্মদ জে .এইচ (রপ্পি)          
  স্থান:- সফরত এলাকা,ফরিদপুর।      
      তারিখ :- ০৩/১২/২০১৭ইং