* আজও বুঝে ওঠতে পারলাম না        
        এত সহজে কেনো আমি            
আবেগী প্রেমের কাণ্ডারী হয়ে যায়।      
কেনো,এই কেনো শব্দের কোনো উত্তর        
      আদৌ আমার জানা নেই!        
বনস্পতি ছায়ায় বিলুপ্ত হরিণ পালে      
কোনো একদিন,এর উত্তর খুঁজে পাবো কি?
  তাও আদৌ আমার জানা নেই!          
আজও বুঝে ওঠতে পারলাম না আমি    
     মানুষ কেনো,এত বেঈমান হয়,    
ভালবাসা বিলিয়ে দেওয়ার পর ও    
    হৃদয়ে চুরি ঢুকিয়ে দেই মানুষ      
অবহেলা নামক,ধারালো অস্ত্র দিয়ে
      ইতস্তত,ক্ষত বিক্ষত করে,            
সুস্থ মস্তিষ্কের দৃশ্যমান মুক্তোর সুখ।      
আমি আজও বুঝে ওঠতে পারলাম না    
নিষ্ঠুর পৃথিবীকে মানুষ কেনো এত ভালবাসে যেখানে,অমৃত হয়ে থাকার কোনো সুযোগ
      বাস্তব লক্ষ্যে কাজে আসে না,        
অর্থ, প্রাচুর্য টাকা কড়ি ছাড়া কেউ কাউকে
           কখনই ভালবাসে না            
তাহলে কিসের জন্য এত্ত্ব গৌরব ও বড়াই
  আমি আজও বুঝে ওঠতে পারলাম না!  
   চরম সত্যের কাছে, মানুষ আর          
       মাথা নত করিতে চাই না,        
   মিথ্যের তীর ছুঁড়ে করে                    
          এর বিপরীতে লড়াই।            
আমি আজও বুঝে ওঠতে পারিনা,অবাক পৃথিবীর
       আশ্চর্য সব নিয়ম কানুন,            
তবে এতদিনে এটুকু ত বুঝেছি          
    মানুষ দিব্যি মিথ্যেকে ভালোবেসে  
           জড়িয়ে ধরিতে চাই,              
তাই হে পৃথিবীর মানুষ, আমাদের          
এই অভ্যাস প্রত্যাখান করিতেই হবে।    
       যেন সত্যের হাত ধরে,                  
         পৃথিবী ছাড়িতে পারি।            
  অজানা আশ্চর্য,সুন্দর এক গন্তব্যের পথে।
  
    ...... মুহাম্মদ  জে.এইচ (রপ্পি).......
         তারিখ:- ২২/১২/১৭ইং।