* আমি দুঃসাশন দেখে লাফিয়ে ওঠি          


        ঘাসফরিং এর মত,                        


তোমরা কি ভাই, দেখিতে পাও না নাকি


      বাঙ্গালি বীরের ক্ষত ?                          


দেখি কত সহস্র, সংঘাত বেধে চলে            


      আলবদর দস্যুর দল  ;                        


বাঙ্গলা চিবিয়ে খাবে তবেই শান্তি পাবে


      জালিমের ঘেরা কল।                          


আমি দুঃসাশন দেখে চেঁচিয়ে ওঠলে          


   জাতি বলে মর তুই জংগল,                


বাড়াবাড়ি না করে স্বার্থটা নিজে ধরে            


       চলাটা নাকি মঙ্গল ?                            


হে মানব তোমরা কখনো নিজেদের        


     করেছো কি উপলদ্ধি                      


নিজেদের স্বার্থ সিদ্ধি দেশ ও জাতির ক্ষয়,


  কল্যাণে বরণীয় ৭১এর স্বরনীয়                  


    ছিল বীর সেনাদের জয়।                        


তবে সহসাই কি আমি দিতে পারি            


   অবক্ষয়ে,রক্তক্ষয়ে হউক সে            


জালীমের চক্রান্তে বাঙ্গার মাটির ক্ষয়।      


  দরকার হলে পুণরায় ধরিবে বিপ্লবী জনতা


     সংগ্রাম শক্তি,অদম্য, সাহসী গাঁথা        


     আনিতে বাঙ্গলা মাটির জয়।