* আজ আমার একালে হারিয়ে গেছে  
       বজ্রকণ্ঠ হতে বের হয়ে আসা        
      সেই জানাশোনা চির চেনা সুর,          
তারি সাথে হারিয়ে গেছে আমার।            
সেই পুরনো সংস্কৃতি, পল্লী মায়ের গানে
        এক নব দিগন্তের ভোর।              
আজ জানি বিস্ময়ে অকাল মনঅবস্থা
        অপলকে ভাবি নিরবধি,                
আজ হারিয়ে গেছে বাংলা রূপে বন্ধনা  
        অগণিত ক্ষরস্রোতা নদী।            
আজ হারিয়ে গেছে সেই পথের ধার        
          স্বপ্ন বিজরা আঁকা,              
সেখানে ছিল ক্রমশই যাতায়াত          
    একান্ত, গরু গাড়ির চাকা।              
আজ হারিয়ে গেছে সেই ফসলি জমি    
        সরিষা ফুলের বাহার,                
আজ সেখানে ও বসতি আছে কি গতি      
            কর্ম ফলে তাহার।                
আজ হারিয়ে গেছে  আমার চেতনা      
           হারিয়ে যাচ্ছে,                      
      নিজ মায়ের ঐ ভাষা,  
সেখানে শিক্ষা অঙ্গনে গুরুত্ব পাচ্ছে আজ
          ইংলিশ মিডিয়ম আশা।            
আজ হারিয়ে যাচ্ছে সংস্কৃতি আমার    
          হারিয়ে গেছে স্বাদ,              
বাংলার দুয়ারে, খুশির জোয়ারে          
     আমি রয়েছি "গো" বাদ।          
কারন হারিয়ে গেছে আমার অমর প্রেম      
     সেই চিরচেনা রূপের বন্ধনা        
            বাংলার অবসাদ।                                  
  
....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি) .........
     তারিখ :- ১৭/ ১২ /১৭ ইং।