* শতাব্দীর গোলকধাঁধার পথেঘাটে
দুন্দুভিতে পৃথিবীর ভরপুর সনাক্ত আবেগ!
  মস্তিষ্কের ভাবনাকে অপসরণ করে সে,
অতঃপর ৭৫ শতাংশ মানবকে ধ্বংসের প্রান্তে
     মায়ামৃগের খেলায় নিযুক্ত করে?
ইচ্ছার তীব্রতা উন্মাদনায় পরিভাষাহীন,
হৃদয়কে অবরুদ্ধ করে চারুটের আস্ফোটে!
      সময় বৃত্তের অবলঙ কালোতে।
  যখন মানব বাস্তবতার সম্মুখীন হই
সকল অজ্ঞানতা রেখে জ্ঞানের আলোতে
      তখনি বুঝতে পারে মানব
       ক্রমশই নিজের ভূলটা?
ইতিমধ্যে আবেগ বিষে উৎসারিত
অনেকাংশ সময়ের মৃত্যু হয়ে গেছে?
সে মূল্যবান সময় হাজারো চেষ্টায়
       আর ফিরবে "নাকো"
    মানব শাখার জীবননগরে.....
    বাকী ২৫ শতাংশ আবেগ
বাস্তবতার সাথে মিশে গিয়ে
মানবকে সফলতার তুঙ্গে পৌঁছে দেয়।
অক্লান্ত পরিশ্রমে নিঃসৃত শুভ্রতার ভিড়ে
যেমন সঞ্চারিত মৌমাছি মধু আহরণে
      নিযুক্ত থাকে প্রকৃতির নীড়ে।
জানি জ্ঞানের বিষণ্ণলোকী আলো
       নব ভবিষ্যৎ একদিন।
  নবেতর মানবের প্রাণে রবে,
সফলতার আসমানে স্বপ্ন সৃষ্টি করে
  আমার উজ্জ্বল নক্ষত্রের অনুভবে।


....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......
    তারিখ:- ১২/১১/২০১৭ ইং।