* ঐ মহা সিন্ধুর পাড়ে, শুনা যায় কান্না
      মরি লজ্জায়, জালিমের কব্জায় প্রাণ  
     সত্যে,পরাজিত দেওয়া যাবে আর না  
     ঐ মহা সিন্ধু পাড়ে, শুনা যায় কান্না
      মহাবিশ্বের প্রলয়ে, রক্ত রক্ত খেলা
     হিন্দু,বৌদ্ধ,মুসলমানে দাঙ্গার মেলা।  
    মোরা সাচ্চা,মানুষের বাচ্চা,মম চিত্তে  
  বিশ্বে পাপী যত,নিঃস্বে তাপী তত নৃত্যে।  
   নিঃষ্পাপ যে প্রাণ,শান্ত থাকে শুধু ধর্মে      
    জ্ঞানে,গুণে জয়গাঁথা, সম কথা কর্মে।
   স্রষ্টার ঐ রেখা,প্রাণে দিয়ে মোরা সৃষ্টি  
    তব কেন দাজ্জালের পড়ে ছায়া, দৃষ্টি  
     অগ্নির পুড়া ছাই এ আমি চাই মুক্তি
    প্রভু প্রাণপণে,বক্ষে বেঁধে দাও শক্তি!    
.................... ××× ...................