* জন্ম অবদি থেকে আদৌ বহু সংসার দেখিয়াছি
    আমার বাবা মায়ের দুখের কণ্ঠে
     মধ্যবৃত্ত আয়ে সুখের সংসার।
কাহারো জীর্ণ শীর্ণ আহাজারির মলিন কাতরে
     বিস্মিত এক অভাব্য সংসার?
কাহারো অট্টালিকা, বহুতল দালানে
বিলাস বহুল ঈর্ষা প্রাচুর্যে সাহেবি সংসার।
  যেরূপ হউক না কেন যে যার মত
      সর্বদা সংসারী হতে ব্যস্ত।
    এই ক্ষণিকের রঙ্গ বাজারে,
স্বার্থের চাহিদায় পাপের মাঝারে।
আহা কত আশা নিয়ে পুরুষত্ব ভাব জাগরণ হয়
  উপলদ্ধিতে এই ক্ষুদ্র জিবনমানে।
আজ সংসারী হতে আমায় হৃদয়ে
    সাইরেন বেজে বার্তা আসে
    যৌবনের খোলা চিঠি লয়ে।
তাতে একটাই তাগিদে এ দেহ কোষে যন্ত্রনা
মস্তিষ্কের শিরায় শিরায় সাইরেন বাজিয়ে যাই
        হয়ে প্রণয়ের মধুকুঞ্জ।
জানি একদিন সুখের ধারে ধ্বংসের পাড়ে
     সংসার বাঁধতে হবে সংসার,
তবে আজ আমার অন্যমনস্কতা বলছে
   কাম খেয়ালী নই সত্যিই আবশ্যক
হৃদয় সংসারী হতে চাই রিয়াকে নিয়ে!
     প্রভুর ভালবাসার সিক্ততায়।
আর জগতে রিয়া যদি নাহি হবে আমার
     তবুও সংসার গড়বো আমি
   নিজেকে নিয়ে একলা একা,
অরণ্য বা সিন্ধু তটে শুধুই বৈরাগী সংসার গড়ে?
    আমার ক্ষুদ্র জিবনমান অনুসারে।


    ....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......