* এই হাসিমাখা মুখে লুকিয়ে আছে
হাজারো কষ্ট,ব্যথার ইন্দ্রল,
তবু আজ অভিমানী নয়তো মন
না রেখে কোন কোন্দল।
বরাবরি সব ভুলে বেঁচে আছি একা
নির্জনে প্রেমবনে আজও তাহার
নাহি পাইগো দেখা!
তাই আক্ষেপে আক্ষেপে ভুলেছি লাজ
ভবিষ্যৎ না রেখে ছেড়েছি কাজ
আজ মন অম্বরে জলাধি ভাঁসে
বিষাদের আসে বৃষ্টি,
কখন মন অম্বরে ফুটবে সুখের কিরণ
প্রভুর প্রেমো সৃষ্টি।
প্রতিক্ষার অষ্টপ্রহরে তিক্ত দেহে
দাঁড়িয়ে আমি একা,
জানি নব- দিগন্তে আশার সীমান্তে
এইতো সীমা রেখা,
তবু আমি বরাবরি সব ভুলে
বেঁচে আছি একা।


    ..... মুহাম্মদ জে.এইচ( রপ্পি).....