* হে পৃথিবীর মানুষ তোমাদের সদা আচরণ  
    আমাকে অবাক করে দিয়েছে অবাক
      লুণ্ঠিত এ হৃদয়ে সততার কান্না  
     বরাবরি আমায় করেছে নির্বাক।          
অবাক পৃথিবী অবাক, তুমি হাসছো কেন?      
      মিথ্যের হয়েছে বলে জয়,          
ভেবোনা বিধাতার প্রেমোজ্জ্বলে            
     সকল মানুষের উর্ধ্বে                  
      হয়েছে সততার পরাজয়।          
সমাজে জ্ঞানহীন মস্তিষ্কের মানুষ    
   জ্ঞানদীপ কিরূপ করে জ্বালাবে?          
বিধি নিষেধের পক্ষপাতে কলম          
      জগতে কবির প্রতিশ্রুতি              
     সত্যের তালাশ যে চালাবে।          
আজ কবিরা কি সমাজে সত্যের পথে    
           বিলুপ্ত নাকি?                    
নাকি মিথ্যের মায়াজালে তারা          
      হয়েছে আজি অভিশপ্ত।                    
হে বিপ্লবী চেতনার মানুষ জাগো          
     আজি সত্যের ঢালি ধরে,                  
হে ভাষাবিদ কবিরা কলম চালাও সত্যে
   আজ দর্পিত জাগরণী মনোভাবে
  বিবেকবোধ কি আমাদের মরেছে?        
হে পৃথিবীর মানুষ তোমাদের সদা আচরণ
   আমাকে অবাক করে দিয়েছে অবাক!