বিপ্লবের অগ্নি
----------------------------
*কোন এক আগামীর পথে গভীর বিস্ময়
সদা উৎকন্ঠার রথে বিশৃঙ্খলা হতে
আশার দহনে করুণার সাগরে পিছুটান!
জন্মালো এক নিরবচ্ছিন কাজে
হয়ে জিবন মরণের উদ্বেল।
চলি দূর আজানার দুর্গম পথ ধরে
বিপ্লবীর মতো আলোকবর্ষ দূরপ্রাচ্যে।
উপকণ্ঠে মস্তিষ্কে উদ্ভাবনা এসে বলবে একদিন
চলো চলো সমাজের পথে যাত্রা পথিক
তাহাদের সমুজ্জ্বল পরিপূর্ণ জিবন ধারণে।
তুমি প্রদ্বীপ শিখার মত ধরা দাও?
অবহেলিতদের স্মরলিপিতে
কালির চাপে অক্ষর হয়ে,
হে কবি জ্বালাও শিক্ষা অন্বেষণের বাঁতি
ভেদাভেদ ভুলে অনাদরিদ্রের জ্ঞাতি।
তাতে বয়ে যাক সাফল্যগাঁথা
এক কল্যাণে জয়শ্রীর।
হে কবি তুমি প্রবাহমান আলো হও
জ্বালাও অনন্য এক শিক্ষা,
সৎ নিষ্ঠায় উদ্যম স্বপ্ন লও
মুছে যাক বহমান সমাজের দীক্ষা।
হে কবি নিশীথে জেগে কর্মে লেগে
গড়ে তুলো এক নিশ্চিত কবিদের ভবিষ্যৎ?
উৎসারনে জ্বেলে বিপ্লবের অগ্নি।
......মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......