ভালবাসার উদয়ে কখনো শিমুল গাছের তুলোর মত    
   শত-বাধায় নির্বিঘ্নে আমি হয়ে যাই,
কোমল হৃদয়ে বড্ড উড়ন্ত এক উন্মাদ
    ব্যাপক সহানুভূতি লয়ে!
আবার কখনও হয়ে যাই অন্যায়ের বিরুদ্ধে
       বিস্পোরিত এক মাইন,
আমি গড়িব ক্ষেপনাস্ত্র, ধরিব মারণাস্ত্র
চিত্রকল্পে, জীবনের গল্পে সল্পে
আজি স্বাধীন চেতনায়, মনোবেদনায়
আমি হয়ে যাবো অন্যায়ের একালে
    চির মুসলিম তন্ত্রের আইন।
চিন্তাশীল,গতিশীল, সৃষ্টিশীল
       সুস্থ মস্তিষ্কের
       ধন্যস্বার্থকতা,
চিরন্তন সত্য শালিকের ঠোঁটে
অভিযানে কুড়িয়ে পাওয়া
সোনালী একটা ধানে,
    উন্মুক্ত স্বাধীনতা।
সবিনয়ে,অভিনয়ে মান সম্মানে
বাঁচার জন্য নির্দিষ্ট সময়সীমা খুঁলে দিয়ে  
  সামনে অগ্রসরের আহ্বানে..!
  একমুষ্টি বিপ্লবী চেতনায়
আজিকার বিপ্লবের সৈনিক হব আমি
       জানাশোনা এক                      
চির-সংগ্রামী বীরত্বের অভিযানে।