পুরনো সে অক্ষত দিনে
আজও পৃথিবীর চারপাশ শান্ত
সমুদ্রের জলে প্রশান্ত!
ঝিঁঝিপোকার শব্দে একলা রজনী
হৃদয়ের গভীর গহ্বরে নিঃশব্দ আসনে
মানুষীর মনে কে গো তুমি?
চুপিসারে প্রেমের স্ফুলিঙ্গ জ্বালাও
আমার শরীরের ভেতর বাহিরে সজনী।
নিদ আসে না চুখে, রক্ত জমাট বুকে
সৃষ্টি যে চাই বৃষ্টির রজনী।
সব ক্লান্তি দুরে টেলে অপার সিড়ি বেয়ে বলি
এই নদী তুমি,
সেই দুর্গম নারীর আলোর পটভূমি।
প্রেম স্বপ্নে স্বর্গে দিয়ে যাই ওড়ান
সাদা জামা, কালো ডানা পরীর কাঁধে
জলের নীচে মায়ার প্রাসাদে
দেহকোষে রক্ত খসে ঝরে পরান।
নরকের স্ফটিকস্তম্ভ খুলে বেদনার আঁখিজলে
ঊরুসন্ধি ঢেলে,
পৃথিবীর পথে ছুটে চলি একাকী এই আমি
অভিনিবিষ্ট প্রেম সুধা পেলে,
শতাব্দীতে বিষাদ স্রোতের সৈকতে।