* একদা খেলাধুলায় মেতে থাকতো  
        প্রতিপক্ষকে করে ঘায়েল,      
      শান্তশিষ্ট, নম্র স্বভাবের.                  
          বন্ধু আমার পায়েল।                  
সে  সব ক্ষেত্রেই বুদ্ধিমত্ত্বার.            
       পরিচয় দিতো ভালো,                    
সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে          
   পরিশ্রমে গড়েছে আলো।                    
আজ সুপ্ত বাসনায় উচ্চ চেতনায়            
      সে গর্বিত এক পুলিশ,              
দেশের জঞ্জাল পরিষ্কার করিতে    
    অমানুষদের করে পালিশ।              
আজি দুর অচেনাতে বন্ধু আমার                        
        দেশকে  করে সামাল,                
তুমি দেশ চেতনায়এগিয়ে চলো            
        জ্বলন্ত ছেলে দামাল।              
আজকে তুমি অস্ত্র হাতে নিতান্তই        
       সন্ত্রাসী করো ঘায়েল,                    
তুমি সৎ নিষ্ঠায় এগিয়ে চলো                
         বন্ধু আমার পায়েল।                    


  - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)-            
     তারিখ :-২৪;১২/১৭ইং।