বসন্ত এলো,প্রকৃতি দিলো
বৃক্ষপাতার বৃষ্টি,
শিমুল,পলাশ,ফুটেছে লালে
কি নিদারুণ সৃষ্টি!
বসন্ত এলো,প্রকৃতি দিলো
বৃক্ষপাতার বৃষ্টি।


ফাল্গুনী হাওয়া,বইছে উদাসী
ডালে বসা কোকিল,
তাহার গানে,মুগ্ধ চারিপাশ
নেচে ওঠে দেখো,দিল
ফাল্গুনী হাওয়া,বইছে উদাসী
ডালে বসা কোকিল।
বসন্ত এলো,প্রকৃতি পেলো
তাহার নিজস্ব রূপ,
বাংলা আমার মায়ের ছবি
আমি দেয় তাতে ডুব।