* ক্ষুদ্ধ, দগ্ধ, দুঃখ মর্মে এই প্রাণ
             ভস্ম পথ সম্মুখে,
   আমি নগণ্য বিস্তৃত এই নগর সমাজে
           বিশাল চেতনা মুখে।
  খুলেছি আঁখি, দেখেছি তীক্ষ্ণস্বর পাখি
             ঐক্যে সংঘবদ্ধ,
   উপেক্ষাতে করি সাধনা,মানব লক্ষ্যে
           চেয়েছি মুক্তি সদ্য।
   স্বপ্নের দিন নিরুচ্চারিত, কলিযুগে
          জনতার ছোড়া ঢিল,
  হিংসা, বিদ্বেষ, সহিংসতার বেড়াজালে
           স্বার্থ সিদ্ধির মিছিল।
  হুঙ্কার তুলে মিথ্যের জয়ধ্বনি,স্বরে
             স্থবির রাজ্য গভীর,
  ভয় পায়নি বলে মহা সত্য কথনে
           কলম চলছে কবির।
   অগ্রগামী মৃত্যুভয় রহস্যভেদে  
               সত্য দুর্ঘটনা,
  মানবসত্তা ক্রমান্বয়ে বিলুপ্ত প্রায়
            মিথ্যে ছলে রটনা।
  আজ মনে হয় আমি দিশেহারা  
         স্বাধীন ভবে তালাবদ্ধ,
  সংগ্রামী তীর, ছাত্র অধীর, নগ্ন স্থির
       তাই চেয়েছি মুক্তি সদ্য।


           .......সমাপ্ত.......