একটি ভুলের প্রাচীরে আটক আছি
সেখান হতে চাই মুক্তি,
শয়তান মিশে আছে রক্তের রন্ধ্রে রন্ধ্রে
মস্তিষ্কে দেয় শুধু যুক্তি,
ভুল হতে হয় পাপ,সীমালঙ্ঘনে,পাপী
মহৎ উদ্দেশ্য,আমাকে বাঁধা প্রদান করে
তাইতো আমি,হচ্ছি অনুতাপী।
শয়তানের ধোঁকা,আমাকে বানায় বোকা
অতঃপর,করে ফেলি ভুল,
আমার হৃদয়,এতটাও নিষ্পাপ নহে যে
আমি পবিত্র এক ফুল!
ভুলের উপর অবিচল,থাকিতে চাই না
আমি থাকিতে চাই না আর,
হে'আমার মহমান্বিত,ক্ষমাশীল প্রভু
আমাকে চির' মাফ করে দিয়ে,আপনি
নিয়ে নেন,আমার জীবনের ভার।


একটি ভুলের প্রাচীরে আটক আছি
সেখান হতে প্রভু,আপনার কাছে
চাই আমি,চাই চির মুক্তি।