*ত্রিপলা খড়ে বাঁধিয়া খুঁটি            
    নিদারুণ সব সপ্ন লুটি                
       জলধারি ভেংঙ্গে পর,                
অভিশপ্ত চলছে হেচরা টেনে                
       এই না জিবনভর।                  
আমার একলা জগত,লুটিয়াছে কেয়ামত
        স্তম্ভিত একাকার,                    
আমি স্বপ্নলোকে হেরেছি আজি                
        এ যে  ছিন্ন হাহাকার।              
  লহিতে বাঁধনে অগ্নি সাধনে                
         সিক্ত করিয়া আশা,              
আমার জীর্ণ শীর্ণ মানব দেহে      
       এসেছিলো ভালবাসা।              
মোরে করিয়া শান্ত,ষষ্ঠ বসন্ত              
        পেরিয়ে গেল যেই,            
সপ্তমস্বরে বসন্তে মরে পূর্ণাবৃত্তিতে    
      অভিশপ্ত এলো সেই।                  
আমি দেখিয়া ক্লান্ত জিবনযুদ্ধে        
       পরাজিত এক যোদ্ধা,                
আজও অচেনা পথে চলছি আমি            
হয়ে বিদ্ধঃস্ত জ্ঞানের জ্ঞান বোদ্ধা।