* বড্ড হাসি হেসে চুল ওয়ালা পাগলের বেশে
     আমি উদাসীনতায় সত্যিই পাগল
তবে আমি যে ছদ্মবেশী কে বলেছে তোমায়?
      সবি ত বিলীন হল পুড়ে আমার
           তোমার প্রেমে
       ভস্মের মাঝারে কয়লা,                
  আমি ছদ্মবেশী কে বলেছে
তোমায়।
আমার হৃদপাজর কখনোই হবে না
     তোমার হৃদের মত ময়লা।
আমি ত আজ সময়ের বিবর্তনে সত্যিই
         চুল ওয়ালা পাগল,
যৌবনে প্রেমবনে আমায় টুপি পরিয়েছো তুমি
    ঈর্ষা, প্রাচুর্যে বহু রূপিতে দ্বিগল।
বড্ড হাসি হেসে চুল ওয়ালা পাগলের বেশে
   আমি অরণ্যে বরণ্যে চলমান আদৌ
আজ তোমাকে স্বীকার করতেই হবে চলনাময়ী                                    
আমি যে ছদ্মবেশী এ কথাটা কে বলছে তোমায় ?
আমি ত ভুক্তভোগী তোমার প্রেমে ছিলাম
    সত্যিই চুল ওয়ালা পাগলের বেশে
  তা সৃষ্টির দু জাহান ও একথা বলবে।


  ..... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).....