অনেকদিন হয়ে গেলো,কবিতা,কেনো তুমি আর
আমার হৃদয়ে,আগের মত ছন্দের  তাল নিয়ে
যখন তখন,ভালোবাসার রূপ হয়ে আসো না?
অনেকদিন হয়ে গেলো,কবিতা,তাহলে কি তুমি
হতভাগ্য কবি'টাকে,আগের মতো ভালোবাসো না?
অনেকদিন পর, কবিতা,আবার এলে এ হৃদে।
কবির হৃদয়ে,যদি না থাকে ছন্দ,না থাকে তাল
তখন কেমন করে বাঁচবে কবি,যে হালচাল।
কবি আর কবিতা,স্রষ্টার হস্তে দেয়া এক রূপ
সময় পেলে তাইতো কবি,কবিতায় দেয় ডুব।
কবির কবিতায় থাকে,প্রেম,বিরহ,ভালোবাসা
হাসি,কান্না,মানবতা,ও মানবিকতার মিশ্রন,
কবিতা হলো,স্রষ্টার প্রতি,সৃষ্টির আকর্ষন।
কবিতা,সত্যের আহ্বান করে,কলমের কালিতে
কবিতা,কষ্টের তীব্রতায়,থাকে,চোখের ফালিতে
অনেকদিন পর,কবিতা,তোমাকে আমি পেলাম
স্রষ্টার দয়ায়,তাইতো আমি,ছন্দে ফিরে এলাম,
অনেকদিন পর,কবিতা,তোমাকে আমি পেলাম!