* বাস্তব পৃক্ষ্যাপটে কিছু মুহূর্ত ক্ষণ ধরে
        মনের অস্থিরতা সর্বাঙ্গে ছড়িয়ে
       গভীরতা কাজ করে যাচ্ছে
        নিষ্কিয় এই নিথর দেহে ,
নিশ্চয় চরিত্রে জং ধরেছে আমার?
    প্রেমের স্পষ্ট গতি নষ্ট অতি
অনর্গল অন্ধকারে অমৃত প্রনয়ে
         হয়ে ব্যক্তিপুরুষ!
মেয়ে ভালবাসার ইতিহাসে তোমার।
সহিষ্ণুতায় গা শিউরে অব্যক্ত শরীরে
     মরিচীকার প্রলেপ লাগানো,
       ধরার মাঝে এই আমি।
বিশ্বাসে কতনা দেখেছি ভালবাসার পবিত্রতা
   বিষাদের লীন হয়ে ঝরে যেতে,
জগতে সকল মানুষের ব্যথা সময় সাপেক্ষে
    আজ সফলতার আসমান হয়ে গেছে।
     স্বাধীন চেতনায় মহাপৃথিবীর
অনির্দিষ্ট অবহেলার স্লোগানে।
     নির্মলতার বন্ধু আমার একাকীত্ব
চঞ্চল মন শুকিয়ে গেছে চরিতার্থে
     অতল উৎসারণে শতঘ্নী আঘাত।
    বুক ঘেষে গড়ে ওঠেছে
    হয়ে কষ্টি পাথরের নুড়ি।
  সূর্যতীরে মায়ামৃগের খেলা
ভস্ম আধারে মেয়ের চরিত্র আগ্নেয়গিরি
    মেয়ের প্রেমে হারিয়ে ফেলা।
যৌবনে গভীর জ্ঞানে দায়ভাগিনী কিন্তুু
      শনিরদশায় মেয়ে তুমি?
আজ আমার চরিত্রে জং ধরেছে
     যেন নারীর প্রেমে ওষ্ঠ পটভূমি।


....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........