* বসন্তে নীলম্বরে ফাগুন হাওয়াই      
    উড়ছে বাহারি ঘুড়ি,              
    এইতো মোদের বাংলাদেশ.                
    নাই কো তাহার ঝুড়ি।                  
    পূর্ব দিগন্তে সূর্য ওঠে পশ্চিমে যায় থেমে
    পল্লীর বুকে ফসল ফলিয়ে            
    কৃষক যায় ঘেমে।                    
    বাগানে ফুল ফুটে অঁলি করে যা খেলা      
    তাহার মাঝে দুলছি মোরা ঐ          
    সকাল-সন্ধ্যে বেলা।            
    দেশের মাটিতে,পাঠের আঁটিতে            
    সম্ভাবনার,ফসল            
    বাংলা আমার মুগ্ধ করা
    রণাজ্ঞনের মনোবল
    শিশির ভেজা নরম ঘাসে          
    উষ্ণতার ছোঁয়া লাগে,              
    ভালো কাজে ঝাপিয়ে পড়বো            
    সবাই মিলিয়া আগে।              
    সৃজনশীল কাজের জন্য
    এগিয়ে সকলেই আসি                                        
    হাতে হাত রেখে যে সবাই              
    চলো দেশকে ভালবাসি।