* সেই সে পথে হাসি,কলরব নানান উৎসব
        আরো বিয়ের রোল,
      দ্বীনের পথে আমি মুসাফির!
নিশ্চয় হতে পারে আজ,ঈমানীওয়ালার কাজ
       রহমতে দিয়েছে ঢেলে প্রভু
      বুঝি করেছো আমায় কবুল।
সেই সে জীবন ছিল কাঁটা বিধায়
         পাপেই সাগর কূল,
এই সে হৃদয় আনুশোচনায়, বলছে প্রভু
      বরাবর আমি করেছি ভুল।
আলোর পথে, জীবনের শেষ বেলা হতে
    আমি যখন হাটিতে হাটিতে যাই,
তখন শুকরিয়া আদায়ে পাপ বিদায়ে
          পূর্ণতা আমি পাই।
এইতো জীবন প্রভুর তোমার করুণায়
      এক নয়া দিগন্তের আশায়,
সাবধানতায় এক পা, এক পা,চলছিল আমি
        আজি প্রভুর ভালবাসায়।
আমি পিছনে রেখে পাপের স্মৃতি
        ত্যাগে মাশুল চাই,
আজি সৎ,আদর্শে ঐক্য নীতি
      প্রভু তোমার তটে চাই,
সেই সে পথে হাসি, ঠাট্টা নানান উৎসব
        আরো বিয়ের রোল,
সব ছাড়িয়া আমি মুসাফির, সাক্ষ্যদানে
প্রভু তোমার দ্বীন ইসলাম পূর্ণ রূপে
        করেছি আমি কবুল।


--- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) ---
স্থান:- সফরত এলাকা,ফরিদপুর।
তারিখ:- ০৮/১২/২০১৭ ইং