* একজন সাধু পুরুষের ভালবাসা হল    
        শত কষ্টের বুক ভরা বেদনা,          
আর একজন সতী নারীর ভালবাসা হল
          অশান্ত জলের নদী,                
জগতে মেয়েদের মন ধূসর মেঘ তুফানী  
  আর ছেলেদের মন স্বাধীন চেতনায়      
         এক শান্ত নিরবধি।          
পর্বতমালার মত উচ্চ ইচ্ছের দিগন্ত      
     ভরপুর কামনা বাসনা          
      মেয়েদের মনে জাগে,                  
বৃষ্টি ভেজা বরষার মাঝে সেই প্রেম
     ছেলেদের বড্ড ভালো লাগে।      
সংকোচে কাম খেয়ালি রঙের বাহার  
     মেয়েদের অতি লজ্জা ভারি,      
ছেলেদের দেখা চির কাব্য লেখা      
  বাতায়নে মেয়ের আচলে উড়ানো          
       লাল বেনারসির শাড়ি।              
মেয়েরা ভালবাসে সব ঠিকঠাক করে      
       শুধু ভুলটা বুঝে দোষটা খুঁজে      
কারনে অকারনে দিলে পোষে ঈর্ষা  
          সন্দেহের ছুড়ে তীর,            
ছেলেরা ভালবাসে একটু বেশীই
      উন্মাদনায়,মনোবাঞ্ছনায়                
তাই হারাতে চাহে না ভালবাসার মানুষ      
     কল্পনার জগতে রেখে                          
      আবেগে মনোস্থির।